শিরোনাম
শিমুলিয়া-কাঠালবাড়ী নৌরুট স্বাভাবিক, গনপরিবহনে দীর্ঘ লাইন
প্রকাশ : ০১ জুন ২০২০, ১২:২৮
শিমুলিয়া-কাঠালবাড়ী নৌরুট স্বাভাবিক, গনপরিবহনে দীর্ঘ লাইন
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দক্ষিণাঞ্চলের ২৩ জেলার একমাত্র প্রবেশদ্বার শিমুলিয়া-কাঠালবাড়ী নৌরুটে যাত্রী ও যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।


সোমবার (১ এপ্রিল) ভোর সকাল থেকেই যাত্রী ও যানবাহনের উপস্থিতি কম রয়েছে। নৌরুটে বর্তমানে ১৪টি ফেরি চলাচল করছে। শিমুলিয়া ঘাটে পারের অপেক্ষায় কোন গাড়ি নেই। লঞ্চ, স্পীডবোট ও ফেরিগুলোতে যাত্রীদের উপস্থিতি হাতেগোনা। ভোর থেকে ঢাকা-মাওয়া মহাসড়কে বাস চলাচল শুরু হয়েছে। মোট সিটের অর্ধেক যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যেতে দেখা গেছে।


বিআইডাব্লিউটিসির শিমুলিয়া ঘাটের এজিএম শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।


গণপরিবহন মালিকরা জানান, ঘাট এলাকার স্টান্ডগুলোতে ৪ শত গণপরিবহনের ১২টি কাউন্টার খোলা রয়েছে। বিগত দিনে ৩৭ জন যাত্রী নিলেও এখন নেয়া হচ্ছে ২৫ জন যাত্রী । পূর্বে জনপ্রতি ভাড়া ছিলো ৭০ টাকা এখন ভাড়া নেয়া হচ্ছে ১২০ টাকা। তবে সকাল থেকে কাউন্টারগুলোতে যাত্রীদের গাদাগাদি করে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে। বাসের ভিতরের সিট ভাগ করে কিছুটা সামাজিক দূরত্ব নিশ্চিত করতে দেখা গেছে।


বিবার্তা/তারিকুল/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com