শিরোনাম
বরিশালে আরো ৪৯ জনের করোনা শনাক্ত, মোট ২৭৯
প্রকাশ : ৩১ মে ২০২০, ১২:৫৫
বরিশালে আরো ৪৯ জনের করোনা শনাক্ত, মোট ২৭৯
বরিশাল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বরিশালে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরো ৪৯ জন।। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২৭৯ জন।


রবিবার (৩১ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন বরিশাল জেলা সিভিল সার্জন।


আক্রান্তদের মধ্যে বাকেরগঞ্জ উপজেলায় ১জন, বানারীপাড়ায় ১জন, উপজেলা পরিবার পরিকল্পনার একজন কর্মকর্তা, বিভাগীয় পরিচালক কার্যালয়ের একজন ড্রাইভার, মেডিকেল কলেজ হাসপাতালের ২জন নার্স ও ২ জন স্টাফ, মেডিকেল কলেজেরএকজন স্টাফ, বরিশাল মেট্রোপলিটনের ৩ জন ও জেলা পুলিশের ২ সদস্য ছাড়াও নগরীর ৩৫ জনসহ মোট ৪৯ জন করোনায় আক্রান্ত হন।


এদিকে গত শনিবার পর্যন্ত ১৩ জন চিকিৎসক, ১৮ জন নার্স, মেডিকেল টেকনলজিস্ট, স্টোরকিপার, ড্রাইভার, অফিস স্টাফসহ স্বাস্থ্য বিভাগে কর্মরত সর্বমোট ৩৮ জন ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন।


অপরদিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালে করোনা ওয়ার্ডে করোনা উপসর্গ নিয়ে ভর্তি দুই জনের মৃত্যু হয়েছে।


বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের সহকারী পরিচালক ডা. এস এম মনিরুজ্জামান জানান, বরিশালের মুলাদী পৌরসভার ৭ নং ওয়ার্ডের ৪৫ বয়সী বাসিন্দা গত শুক্রবার সকাল ১০টা ৫০ মিনিটে ভর্তি হওয়ার পরদিন শনিবার বিকাল ৫টা ১৫ মিনিটে মারা যান। অপরজন বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী গ্রামে ৬০ বছর বয়সী বাসিন্দা শনিবার সকাল ১০টায় ভর্তি হওয়ার পর বেলা সাড়ে ১২ টায় মারা যান। মৃত ব্যক্তি নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


বিবার্তা/জসিম/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com