শিরোনাম
ঠাকুরগাঁওয়ে ৩৩০ পরিবার পেলো নগদ অর্থ
প্রকাশ : ২৮ মে ২০২০, ১৬:১৮
ঠাকুরগাঁওয়ে ৩৩০ পরিবার পেলো নগদ অর্থ
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঠাকুরগাঁওয়ে মোবাইল মানি ট্রান্সফারের মাধ্যমে ৩৩০টি হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ হিসেবে প্রত্যেককে ৩ হাজার টাকা করে প্রদান করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।


বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে ওয়ার্ল্ড ভিশন ঠাকুরগাঁও এপি কার্যালয়ে এক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন।


ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ঠাকুরগাঁও এপি ম্যানেজার লিওবার্ট চিসিমের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, জেলা মহিলালীগের সভাপতি দ্রোপদী দেবী আগরওয়ালা, বিসিক শিল্প নগরীর জামে মসজিদের খতিব হাফেজ আব্দুল মালেক, প্রোগ্রাম অফিসার পারুল বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।


ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ঠাকুরগাঁও এপি ম্যানেজার লিওবার্ট চিসিম জানান, করোনা পরিস্থিতির কারণে সাধারণ জনগণের পাশাপাশি সংস্থার সুবিধাভোগিরাও নিদারুন কষ্টে দিনযাপন করছে। বিষয়টি বিবেচনায় নিয়ে সদর উপজেলার সুবিধাভোগি হতদরিদ্র ৩৩০ টি পরিবারের প্রত্যেককে ৩০০০ টাকা করে মোট নয় লাখ নব্বই হাজার মোবাইলের মাধ্যমে প্রদান করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সংস্থা তাদের সব রকম সহযোগিতা করবে।


বিবার্তা/বিধান/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com