শিরোনাম
কুমিল্লায় উপজেলা চেয়ারম্যানসহ করোনা আক্রান্ত ৩৮
প্রকাশ : ২৭ মে ২০২০, ২১:৫৪
কুমিল্লায় উপজেলা চেয়ারম্যানসহ করোনা আক্রান্ত ৩৮
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

কুমিল্লা সদর উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুলসহ ৩৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭১১ জনে।বুধবার ( ২৭ মে) কুমিল্লা জেলা করোনার সংক্রমণ প্রতিরোধ কমিটির ফোকাল পার্সন ও ডেপুটি সিভিল সার্জন ডা. মো. শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি বলেন, বুধবার আক্রান্ত ৩৮ জনের মধ্যে রয়েছে দেবিদ্বারে ১১জন, নাঙ্গলকোটে পাঁচজন, কুমিল্লা সিটি কর্পোরেশনে একজন, সদর দক্ষিণে সাতজন, মনোহরগঞ্জে দুইজন, ব্রাক্ষণপাড়ায় দুইজন, বরুড়ায় একজন, আদর্শ সদরে চারজন, চান্দিনায় চারজন ও বুড়িচংয়ের সিএমএইচয়ে একজন।


কুমিল্লায় এ পর্যন্ত মোট সাত হাজার ৭৫৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে সাত হাজার ৪৫জনের রিপোর্ট আসে। দেবিদ্বার উপজেলার চারজনসহ মোট সুস্থ হয়েছেন ১০০ জন।নাঙ্গলকোটের একজনসহ মোট মারা গেছেন ২৩ জন।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com