শিরোনাম
অসহায় মানুষের পাশে নবাবপুরের তরুণ যুবকেরা
প্রকাশ : ১৯ মে ২০২০, ২১:৩১
অসহায় মানুষের পাশে নবাবপুরের তরুণ যুবকেরা
ফেনী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রকোপে আজ সারাবিশ্ব থমকে দাঁড়িয়েছ। এর মাঝেই মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজান প্রায় শেষে হতে কয়েকদিন বাকি। আসছে ঈদুল ফিতরকে সামনে রেখে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষদের ঈদ উপহার পোঁছে দিচ্ছেন সোনাগাজীর নবাবপুর ইউনিয়নের চারটি সামাজিক সংগঠনের তরুণ যুবকেরা।


জানা যায়, নবাবপুর ইউনিয়নের দুই শতাধিক আসহায় কর্মহীন ও মধ্যবিত্ত পরিবারের মাঝে সেমাই, চিনি দুধ সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন বন্দর মার্কেট যুবসংঘ, ডিম মিডিয়া, ফতেহপুর সমাজ কল্যাণ পরিষদ ও পাঠাগার, ব্যাচ-২০১২ এর তরুণ যুবকেরা।


মঙ্গলবার (১৯ মে) বিকেল ৪টার দিকে ইউনিয়নের দুস্থ অসহায় মানুষদের এই ঈদ সামগ্রী একযোগে বিতরণ করেন সংগঠনগুলোর সদস্যরা।


এসময় ফতেহপুর সমাজ কল্যাণ পরিষদ ও পাঠাগার সভাপতি মোঃ রাসেল বলেন, ঈদকে সামনে রেখে অসহায় পরিবারদের ঘরে ঈদ উপহার খাদ্য পৌঁছে দেয়া হচ্ছে।


তিনি আরো বলেন, বন্দর মার্কেট যুব সংঘের সভাপতি কারারুদ্ধ মহি উদ্দিন মহিমের সহযোগিতায় করোনার প্রাদুর্ভাবের শুরু থেকে এলাকর জনসাধানের মাঝে সচেতনতা সৃষ্টি, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার দেয়া হয়েছে। শুধু করোনা নয় যে কোনো পরিস্থিতিতে এলাকার সকলের পাশে আমরা তরুণরা সব সময়ই আছি।


এসময় উপস্থিত ছিলেন, বন্দর মার্কেট যুব সংঘের সেক্রেটারি মো: সুমন, ড্রিম মিডিয়া ডিজিটাল ক্লাবের সভাপতি নুর ইসলাম, ফতেহপুর সমাজ কল্যাণ পরিষদ ও পাঠাগার সভাপতি মোঃ রাসেল, ব্যাচ ১০১২ এর পক্ষে কাউছার উদ্দিন, নির্জন কাউছার, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়া উদ্দিন সুমন, সাবেক ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ঝোটন, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইস্রাফিল ভূঁইয়া রাজু।


বিবার্তা/সাব্বির/জাহিদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com