শিরোনাম
তানোরে অভ্যন্তরীণ ধান-চাল ও গম সংগ্রহ কার্যক্রম শুরু
প্রকাশ : ১০ মে ২০২০, ২১:১১
তানোরে অভ্যন্তরীণ ধান-চাল ও গম সংগ্রহ কার্যক্রম শুরু
তানোর (রাজশাহী) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহীর তানোরে অভ্যন্তরীণ ধান, চাল ও গম সংগ্রহ-২০২০ এর কার্যক্রম শুরু হয়েছে।


রবিবার (১০ মে) দুপুরে গোল্লাপাড়া খাদ্য গুদাম চত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা ধান, চাল ও গম ক্রয়কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো।


এ সময় ইউএনও সুশান্ত কুমার মাহাতো সরবরাহকারী কৃষকদের উদ্দেশে বলেন, গুণগতমান বজায় রেখে গুদামে খাদ্য সরবরাহ করতে হবে-যাতে করে এগুলো সংরক্ষণে মান অক্ষুন্ন থাকে।


অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শামিমুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আলাওল কবির, গোল্লাপাড়া খাদ্য গুদাম কর্মকর্তা (ওসিএলএসডি) তারেকুজ্জামান, উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আলতাফ হোসেন প্রমুখ।


উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আলাওল কবির জানান, চলতি বছর ২৮ টাকা কেজি দরে ৩৪২ টন গম, ২৬ টাকা কেজি দরে এক হাজার ৭৭৯ টন ধান, ৩৮ টাকা কেজি দরে সিদ্ধ চাল এবং ৩৫ টাকা কেজি দরে আতব চাল মোট ১হাজার ১০০ টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ৩০ জুন পর্যন্ত গম এবং ৩১ আগস্ট পর্যন্ত ধান ও চাল সংগ্রহ কার্যক্রম চলবে।


বিবার্তা/অসীম/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com