শিরোনাম
শৈলকুপায় জমি নিয়ে বিরোধে বিশ্ববিদ্যালয় ছাত্র খুন
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২০, ১৭:০১
শৈলকুপায় জমি নিয়ে বিরোধে বিশ্ববিদ্যালয় ছাত্র খুন
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝিনাইদহের শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লাঠির আঘাতে আরাফাত হোসেন (২২) নামে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্রের মৃত্যু হয়েছে।


মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।


নিহত আরাফাত রবিন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি দ্বিতীয় বর্ষের ছাত্র ও শেখপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত মৃত সেনা সদস্য আরাফাত জাহাঙ্গীর হোসেনের ছেলে।


শৈলকুপা কচুয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ওসি পিয়ার আলী জানান, মঙ্গলবার বিকালে শৈলকুপার শেখপাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেন ও তার ছেলে আরাফাত হোসেন বাড়ির পাশের কেনা জমিতে বেড়া দিতে যান। এসময় পাশের জমির মালিক রুস্তম আলী জোয়ারদারের ছেলে আব্দুর রাজ্জাক ও গোলাম জোয়ারদারের ছেলে উজ্জল বাধা দেয়।


সেসময় তর্কবিতর্কের একপর্যায়ে তারা লাঠি দিয়ে আরাফাত হোসেনের মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে প্রথমে কুষ্টিয়া ও পরে রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতেই তার মৃত্যু হয়।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com