শিরোনাম
কুষ্টিয়ায় মা-মেয়ে করোনায় আক্রান্ত
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২০, ০৮:৫৮
কুষ্টিয়ায় মা-মেয়ে করোনায় আক্রান্ত
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়া জেলায় একইসঙ্গে মা ও মেয়ে করোনা ভাইরাস সংক্রমণে আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা জেলার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের মহদীপুর গ্রামের বাসিন্দা।


রবিবার (২৬ এপ্রিল) রাতে কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নার্স হিসেবে কাজ করা মেয়ে কিছুদিন আগে ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন। ২৪ এপ্রিল (শুক্রবার) মেয়ে ও মাসহ চারজনের নমুনা সংগ্রহ করে খুলনায় পাঠানো হয়। রবিবার রাতে খুলনা থেকে পরীক্ষার ফলাফলে জানা যায়, মা ও মেয়ে করোনাভাইরাস সংক্রমণে আক্রান্ত। অপর দু’জনের পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে।


তিনি জানান, ওই বাড়িটি বর্তমানে লকডাউন করে পরিবারের সবাইকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।


এর আগে রবিবার বিকেলে জানানো হয় মিরপুর উপজেলায় একজন মহিলা চিকিৎসক এবং দৌলতপুর উপজেলায় আরো তিন জনের দেহে করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত করা হয়েছে। এই নিয়ে জেলায় মোট ১৩ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com