শিরোনাম
হবিগঞ্জে ডাক্তার-নার্সসহ করোনা আক্রান্ত ৫
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২০, ০৮:২১
হবিগঞ্জে ডাক্তার-নার্সসহ করোনা আক্রান্ত ৫
প্রতীকি ছবি
হবিগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

হবিগঞ্জে নমুনা পরীক্ষায় ডাক্তার-নার্সসহ আরো পাঁচজন করোনা আক্রান্ত হয়েছেন।


শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।


আক্রান্তদের মধ্যে চুনারুঘাটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসকসহ ৪ জন এবং লাখাইয়ে একজন রয়েছেন। আক্রান্তদের একজন মহিলা এবং অপর ৪ জন পুরুষ।


আক্রান্ত একজন চিকিৎসক সদ্য পাস করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগ দেন। এটাই তার প্রথম কর্মস্থল। তার বয়স ২৯ বছর। একই উপজেলার আক্রান্ত বাকি তিনজন পুরুষের বয়স যথাক্রমে ২১, ৪৬ ও ৫০ বছর। এছাড়া লাখাই উপজেলার আক্রান্ত নারীর বয়স ৩৭ বছর।


এনিয়ে হবিগঞ্জ জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা হলো ২৬ জন। এদের মধ্যে রয়েছেন দু’জন ডাক্তার ও দু’জন নার্স।


জানা গেছে, হবিগঞ্জ জেলায় হোম কোয়ারেন্টিনে রয়েছেন ১ হাজার ৯৮৮ জন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ১১৫ জন, আইসোলেশনে ১৮ জন, কোয়ারেন্টিন ও আইসোলেশন থেকে বাড়ি ফিরেছেন ১ হাজার ৬৮ জন।


হবিগঞ্জের সিভিল সার্জন ডা. একেএম মোস্তাফিজুর রহমান জানান, আক্রান্তদের শিগগিরই আড়াইশ শয্যার আধুনিক জেলা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আনা হবে। তাদের বাড়িও লকডাউন করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com