শিরোনাম
যে ৫ জেলায় এখনো ছড়াতে পারেনি করোনা
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২০, ১২:১৮
যে ৫ জেলায় এখনো ছড়াতে পারেনি করোনা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

করোনা ছড়িয়েছে দেশের ৫৯টি জেলায়। ৫৯ জেলায় করোনাভাইরাসের প্রকোপ দেখা গেলেও ভোলা, সাতক্ষীরা, ঝিনাইদহ, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় ছড়াতে পারেনি।


আইইডিসিআরের ওয়েবসাইটে সর্বশেষ সংশোধিত তালিকায় পাঁচটি জেলা এখন পর্যন্ত করোনামুক্ত বলে জানা গেছে। যদিও গত বুধবার পর্যন্ত ভোলা, নাটোর, সাতক্ষীরা, ঝিনাইদহ, রাঙামাটি ও খাগড়াছড়ি এলাকা জেলা করোনা প্রকোপ মুক্ত ছিল। আজ নাটোরে ১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।


করোনায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে ১২৭ জন। আক্রান্ত মোট ৪ হাজার ১৮৬ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০৮ জন।


প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com