শিরোনাম
হবিগঞ্জে চিকিৎসক-নার্সসহ ১০ জনের করোনা শনাক্ত
প্রকাশ : ২১ এপ্রিল ২০২০, ১০:২৮
হবিগঞ্জে চিকিৎসক-নার্সসহ ১০ জনের করোনা শনাক্ত
হবিগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

হবিগঞ্জে ১জন চিকিৎসক ও ১জন নার্সসহ ১০ করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এ এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১১ জন।


সোমবার (২০ এপ্রিল) রাত ১১টায় নতুন ১০ জন আক্রান্তের সত্যতা নিশ্চিত করেছেন হবিগঞ্জের সিভিল সার্জন ডা. একেএম মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, আক্রান্তদের মধ্যে চিকিৎসক ও নার্সরা হাসপাতালের আইসোলেশনে এবং বাকিরা বাড়িতে কোয়ারেন্টিনে রয়েছেন।


জানা গেছে, হবিগঞ্জে নতুন করে ১০ জন করোনা আক্রান্তদের মধ্যে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক ও একজন নার্স রয়েছেন। আক্রান্তদের সবাইকে আইসোলেশনের আওতায় নিয়ে আসা হয়েছে।পাশাপাশি আক্রান্তদের পরিবার লকডাউন ঘোষণা করা হবে।


স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা অনুযায়ী প্রত্যেক উপজেলা থেকে কিছু নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সিলেটে পাঠানো হয়।
ওই সব নমুনা থেকেই দশজনের পরীক্ষা রিপোর্ট পজেটিভ পাওয়া গেছে। ইতোপূর্বে পাঠানো নমুনা থেকে ৩৬ জনের রিপোর্ট এসেছে যার সবগুলোই নেগেটিভ।


বিবার্তা/ছনি/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com