শিরোনাম
সিরাজগঞ্জে প্রথম করোনারোগী শনাক্ত
প্রকাশ : ২০ এপ্রিল ২০২০, ১৫:০৪
সিরাজগঞ্জে প্রথম করোনারোগী শনাক্ত
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার এনায়েতপুর থানার গোপরেখী গ্রামের ৬০ বছরের এক ব্যক্তির শরীরে করোনা শনাক্ত হয়েছে।


রবিবার (১৯ এপ্রিল) রাতে নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম।


সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা পরীক্ষার পর ৬৫ বছর বয়সী ওই বৃদ্ধসহ বেশ কয়েকজনের রিপোর্ট আমাদের হাতে এসে পৌঁছেছে। এ রমধ্যে ওই প্রবীণ ব্যক্তির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে এবং অন্য সবার রিপোর্ট নেগেটিভ এসছে।


বেলকুচি ইউএনও রহমতুল্লাহ কোভিড-১৯ শনাক্তের বিষয় নিশ্চিত করে জানান, নারায়ণগঞ্জ ফেরত ওই প্রবীণ ব্যক্তিকে পর্যবেক্ষণ করে ওই বাড়িসহ আশপাশের এলাকা লকডাউন ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


এসময় তিনি আরো জানান, প্রায় ১০ দিন আগে ওই বৃদ্ধ করোনা উপসর্গ নিয়ে নারায়ণগঞ্জ থেকে বেলকুচি উপজেলার এনায়েতপুরে তার বাড়ি ফেরেন। কিন্তু করোনাভাইরাসের লক্ষণ থাকায় প্রতিবেশীদের চাপে বাড়ির লোকজন তাকে তাড়িয়ে দেয়। পরে ওই বৃদ্ধ বেলকুচির গোপরেখী এলাকায় এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন।


তিনি জানান, অসুস্থ থাকায় প্রথমে তাকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। কিন্তু তিনি হাসপাতাল থেকে পালিয়ে যান।


পরে স্বাস্থ্য বিভাগের মেডিকেল টিম গোপরেখীর ওই বাড়িতে তাকে কোয়ারেন্টিনে রাখে এবং নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে তার রিপোর্ট পজিটিভ হওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণ করে ওই বাড়িসহ আশপাশের এলাকা লকডাউন ঘোষণার সিদ্ধান্ত নেয়া হয়েছে।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com