শিরোনাম
সিলেটে করোনা উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২০, ১৯:৪৮
সিলেটে করোনা উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু
সিলেট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সিলেটে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে দশ বছর বয়সী এক মেয়ে শিশুর মৃত্যু হয়েছে। করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ।


বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা ১টার দিকে সিলেট নগরীর শাহজালাল উপশহরের বাসা থেকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।


জানা গেছে, শিশুটি গত কয়েকদিন ধরে জ্বর, সর্দি, কাশিতে ভুগছিলো। তার শারীরিক অবস্থা খারাপ হলে স্বজনরা তাকে প্রথমে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে ডাক্তাররা মেয়েটির করোনার লক্ষণ দেখে সিলেট শামসুদ্দিন আহমদ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।


কিন্তু তার স্বজনরা তাকে শামসুদ্দিন আহমদ হাসপাতালে না নিয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।


সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, জ্বর, সর্দি, কাশি নিয়ে একটি শিশু মারা গেছে। শিশুটিকে প্রথমে বেসরকারি একটি হাসপাতাল থেকে শামসুদ্দিন আহমদ হাসপাতালে নেয়ার জন্য বলা হলেও তারা ওসমানীতে নিয়ে আসা হয়। রাস্তায়ই শিশুটির মৃত্যু হয়েছে। করোনার উপসর্গ থাকায় আমরা পরীক্ষার জন্য তার মরদেহ থেকে নমুনা সংগ্রহ করেছি।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com