শিরোনাম
বেশি দামে পণ্য বিক্রি করায় ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২০, ১৯:০৮
বেশি দামে পণ্য বিক্রি করায় ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীতে অভিযান চালিয়ে পণ্যের মূল্য তালিকা সংরক্ষণ না করা ও নির্ধারিত মূল্যের বেশি দামে পণ্য বিক্রি করার অপরাধে ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।


সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর বিভিন্ন বাজারে দিনব্যাপী তদারকিমূলক এ অভিযান পরিচালিত হয়।


অভিযানকালে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৮টি প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার ৫০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।


দিনব্যাপী যেসব বাজারে অভিযান পরিচালিত হয় সেগুলো হলো- শ্যামবাজার, বাবুবাজার, নয়াবাজার, কাপ্তান বাজার, শান্তিনগর বাজার, সেগুনবাগিচা বাজার, গাবতলী বাজার, আমিনবাজার ও সাভার উপজেলার বিভিন্ন বাজার।


ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (উপসচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ারের পরিচালনায় প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. মাসুম আরেফিন, বিকাশ চন্দ্র দাস, সহকারী পরিচালক শাহনাজ সুলতানা, মো. আব্দুল জব্বার মন্ডল, রোজিনা সুলতানার নেতৃত্বে তদারকিমূলক এসব অভিযান পরিচালিত হয়।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com