শিরোনাম
ফেনীতে করোনা সন্দেহে ১৭ জনের নমুনা সংগ্রহ
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২০, ১২:৩৭
ফেনীতে করোনা সন্দেহে ১৭ জনের নমুনা সংগ্রহ
ফেনী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

করোনা সন্দেহে ১৭ জনের নমুনা সংগ্রহ করেছে ফেনী স্বাস্থ্য বিভাগ। সন্দেহভাজন রোগীরা জেলা সদরসহ বিভিন্ন উপজেলার বাসিন্দা।


তারা জ্বর, সর্দি, কাশি উপসর্গে ভুগছেন বলে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে। সতর্কতায় তাদের কোয়ারেন্টাইনের থাকার নির্দেশ দেয়া হয়েছে।


এদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ২২ জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ১ হাজার ১৫৬ জনকে এ ব্যবস্থায় পর্যবেক্ষণে রাখা হয়।


এর মধ্যে নির্দিষ্ট মেয়াদ (১৪ দিন) পূর্ণের পরও করোনার উপসর্গ দেখা না দেয়ায় নতুন ১৯ জনসহ ১ হাজার ৭ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।


মঙ্গলবার সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন সাংবাদিকদের জানান, সংগৃহীত নমুনা পরীক্ষার জন্য চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশন ডিজিজ (বিআইটিআইডি) সেন্টারে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com