শিরোনাম
সিলেটে মঙ্গলবার থেকে করোনা পরীক্ষা শুরু
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২০, ২১:৫৮
সিলেটে মঙ্গলবার থেকে করোনা পরীক্ষা শুরু
সিলেট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর পরীক্ষা মঙ্গলবার (৭ এপ্রিল) থেকে শুরু হবে।


সোমবার (৬ এপ্রিল) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য জানিয়েছেন।


তিনি বলেন, এদিন অভ্যন্তরীণ ভাবে করোনা ভাইরাস শনাক্তকরণে টেস্ট শুরু হবে। এরইমধ্যে চারটি জেলা থেকে কিছু রোগীদের রক্তের কিছু স্যাম্পুল এসে পৌঁছেছে।


এছাড়া শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন দুই রোগীর করোনা টেস্ট এখানেই হবে। দিনে অন্তত শতাধিক রোগীর রক্তের নমুনা পরীক্ষা করা যাবে। আর ২৪ ঘণ্টা টানা কাজ করলে অন্তত ২০০ জনের করোনা টেস্ট করা সম্ভব। শুধু ব্লাডটি পলিমার চেইন রিঅ্যাকশন (পিসিআর) মেশিনে দিলেই অটোমেটিক্যালি কম্পিউটার টেস্টের ফলাফলে জানিয়ে দেবে।


তিনি আরো বলেন, হাসপাতালের মেডিকেল কলেজের মাইক্রোবায়লোজি ও ভাইরোলজি বিভাগের চিকিৎসকসহ সংশ্লিষ্টরা পরীক্ষার কাজে নিয়োজিত থাকবেন। আর এখানে রোগীর আসা লাগবে না। বিভাগের জেলা উপজেলা থেকে ব্লাড এখানে পাঠানো হবে। এ কাজে সহায়তা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার লোকজন। তারা বিভিন্ন স্থান থেকে ব্লাড স্যাম্পুল নিয়ে আসবে।


গত ৩০ মার্চ করোনা ভাইরাস টেস্টের পিসিআর মেশিন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে (সিওমেক) এসে পৌঁছায়। মেশিনটি পৌঁছার পরপরই মেডিক্যাল কলেজের একটি ল্যাবে স্থাপনের কাজ শুরু হয়। টানা মেশিনটি স্থাপনে সময় লাগে এক সপ্তাহ।


ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মাইক্রোবায়লোজি বিভাগের অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও ভাইরোলজি বিভাগের অধ্যাপক প্রেমানন্দের তত্ত্বাবধানে কারোনা টেস্টের কাজ চলবে।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com