শিরোনাম
সরকারি আদেশ অমান্য করায় ৩ ব্যবসায়ীকে অর্থদণ্ড
প্রকাশ : ০১ এপ্রিল ২০২০, ২৩:১০
সরকারি আদেশ অমান্য করায় ৩ ব্যবসায়ীকে অর্থদণ্ড
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার দৌলতপুরে সরকারি আদেশ অমান্য করায় তিন ব্যবসায়ীকে ৫২ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।


বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বড়গাংদিয়া বাজার ও ভাগজোত বাজারে অভিযান চালিয়ে এ দণ্ড দেয়া হয়।


ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, করোনাভাইরাস সংক্রান্ত সরকারি আদেশ যথাযথভাবে পালন না করায় উপজেলার বড়গাংদিয়া বাজারে দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আজগর আলীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়।


এসময় ব্যবসা প্রতিষ্ঠান খোলা রেখে জনসমাগম ঘটানোর অপরাধে আশরাফুল ইসলাম ও হাপিজুল নামে দুই ষ্টীল হার্ডওয়ার ব্যবসায়ীর দন্ডবিধি ২৬৯ ধারায় ৩০ হাজার ও ২০ হাজার টাকা অর্থদণ্ড করেন।


অপরদিকে ভাগজোত বাজারে একই অপরাধে নিজাম নামে এক ফার্নিচার ব্যবসায়ীর ২ হাজার টাকা অর্থদণ্ড করেন।


এছাড়া পানের দোকান ও চা ব্যবসায়ীর দোকান বন্ধ রাখার শর্তে তিনজনকে সরকারি ত্রান সহায়তা প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আজগর আলী। দৌলতপুর থানা পুলিশের সহায়ায় ভ্রাম্যামাণ আদালত পরিচালিত হয়।


বিবার্তা/শরীফুল/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com