শিরোনাম
ডিমলায় অরক্ষিত বিদ্যুতের তারে জড়িয়ে শিশুর মৃত্যু
প্রকাশ : ৩০ মার্চ ২০২০, ১৫:২০
ডিমলায় অরক্ষিত বিদ্যুতের তারে জড়িয়ে শিশুর মৃত্যু
নীলফামারী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নীলফামারী ডিমলায় মাঠে ঘুড়ি ওড়ানোর সময় অরক্ষিত বিদ্যুতের তারে জড়িয়ে তাওহিদ (১০) নামের এক চতুর্থ শ্রেনির ছাত্রের মৃত্যু হয়েছে।


রবিবার (২৯মার্চ) দুপুরেপশ্চিম ছাতনাই ইউনিয়নের পশ্চিম ছাতনাই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুটি একই গ্রামের মাহাবুল ইসলামের ছেলে। সে ঠাকুরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪থ শ্রেনীর ছাত্র।


প্রত্যেক্ষদর্শী সুত্রে জানা গেছে, শিশুটি দুপুরে মাঠে ঘুড়ি উড়াচ্ছিলো। এক পর্যায়ে তার ঘুড়িটি সীমান্ত কাছাকাছি মাঠে পড়ে যায়। ঘুড়িটি আনতে গেলে রোবো ক্ষেতের ভিতরে থাকা অরক্ষিত তারে জড়িয়ে তার মর্মান্তি মৃত্যু হয়।


জানা গেছে, একই এলাকার মাদক ব্যবসায়ী হামিদুল ইসলাম অবৈধভাবে রোবো ক্ষেতের ভিতর দিয়ে বৈদ্যতিক লাইন নেয়। সে তারে জড়িয়েই শিশু তাওহিদের মৃত্যু হয়।


এসময়ে তাওহিদকে পড়ে থাকতে দেখে তার বন্ধু শিশু নাজমুল তাকে বাঁচাতে গিয়ে সেও বিদ্যুতায়িত হয়ে ছিটকে পড়ে অল্পের জন্য প্রাণে বেঁচে যায়।


ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পশ্চিম ছাতনাই ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম।


এ ব্যাপারে জানতে চেয়ে ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখের ব্যবহৃত সরকারি (০১৭১৩৩৭৩৯১৪) নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি তা রিসিভ না করায় তার কোনো মন্তব্য নেয়া সম্ভব হয়নি।


বিবার্তা/সুজন/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com