শিরোনাম
সাতক্ষীরায় হোম কোয়ারেন্টিনে ২০৩৮৯
প্রকাশ : ২৯ মার্চ ২০২০, ১৪:৩৫
সাতক্ষীরায় হোম কোয়ারেন্টিনে ২০৩৮৯
সাতক্ষীরা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় বিদেশ ফেরত আরো নতুন ২৩২ জনকে হোম কোয়ারেন্টিনের আওতায় আনা হয়েছে। এনিয়ে, এ পর্যন্ত মোট ২ হাজার ৩৮৯ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।এছাড়া কোয়ারেন্টিন থেকে ছাড় পত্র দেয়া হয়েছে ১০৯ জনকে।


এদিকে, শনিবার (২৮ মার্চ) ভারতে আটকে থাকা ১০৪ বাংলাদেশী দেশে ফিরেছে। তবে, ভারতে লকডাউনের কারণে ভারতীয়রা বাংলাদেশ থেকে তাদের দেশে ফিরতে পারছেন না বলে জানান ইমিগ্রেশন ওসি বিশ্বজিত সরকার।


অপরদিকে, বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টিনের আওতায় আনার কাজ চালিয়ে যাচ্ছে জেলা প্রশাসন। বন্ধ ঘোষণা করা হয়েছে সকল পর্যটন কেন্দ্র ও গোহাট। নিষিদ্ধ করা হয়েছে জেলায় সকল ধরনের সভা সমাবেশ, সেমিনার, সামাজিক অনুষ্ঠানসহ সকল প্রকার গণজমায়েত। ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত। ভোমরাস্থল বন্দরসহ সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারী করা হয়েছে।


বিবার্তা/সেলিম/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com