শিরোনাম
বরিশালে করোনা সন্দেহে বাসায় মোবাইল কোর্ট
প্রকাশ : ২৭ মার্চ ২০২০, ১৭:৪৬
বরিশালে করোনা সন্দেহে বাসায় মোবাইল কোর্ট
বরিশাল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

করোনাভাইরাস মোকাবেলায় বরিশালে জনসমাগম এড়াতে মোবাইল কোর্ট পরিচালনা করছে প্রশাসন। শুক্রবার (২৭ মার্চ) সকলে নগরীর বাংলাবাজার এলাকায় জনসমাগমে থাকার কারণে একজনকে এক হাজার টাকা ও নতুন বাজারে মূল্য তালিকা না থাকায় এক দোকানীকে তিন হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপন মজুমদার।


এদিকে করোনা সন্দেহে নগরীর ভাটিখানা এলাকায় এক বাসায় ভ্রাম্যমাণ আদলত অভিযান চালায়। কিন্তু সন্দেহজনক রোগী তার শ্বশুর বাড়ি থাকায় সেখানের উদ্দেশ্যে রওয়ানা দেয় ভ্রাম্যমাণ আদালত।


অপরদিকে জনসামাগম প্রতিরোধে সকাল থেকেই নগরীর বিভিন্ন এলাকায় সেনাবাহিনী ও পুলিশের টহল অব্যাহত আছে। নগরীর নথুল্লাবাদ বাস স্ট্যান্ড এলাকায় জনসামগম এড়াতে পুলিশ বেশ কয়েকজনকে কান ধরিয়ে উঠবস করায়। নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ওষুধের দোকান ছাড়া সব ধরণের প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। নগরীর বেশিরভাগ এলাকাই জনশূন্য রয়েছে। সবাই করোনা মোকাবেলায় সরকারের নির্দেশনা অনুযায়ী নিজ নিজ ঘরে অবস্থান করছেন।


বিবার্তা/জসিম/জাহিদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com