শিরোনাম
জামালপুরে হোম কোয়ারেন্টিনে বিদেশ ফেরত ৪৭৪ জন
প্রকাশ : ২৫ মার্চ ২০২০, ১২:৩২
জামালপুরে হোম কোয়ারেন্টিনে বিদেশ ফেরত ৪৭৪ জন
জামালপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জামালপুরের ৭ উপজেলায় বিদেশ ফেরত ৪৭৪ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। সিভিল সার্জন ডাঃ গৌতম রায় জানায়, করোনাভাইরাস মোকাবিলায় চিকিৎসা সেবা দিতে ৭ উপজেলায় ৭টি বিশেষ মেডিকেল টিম প্রস্তুত রয়েছে। সেই সাথে সর্দি, জ্বর ,কাসি রোগীদের শেখ হাসিনা মেডিকেল কলেজে বিশেষ চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।


এদিকে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক এক গণ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাপ্তাহিক সকল হাট, পশু হাট, আবাসিক হোটেল, শপিংমল, বাণিজ্য কেন্দ্র, রেস্টুরেন্ট, বিনোদন কেন্দ্র, পার্ক, মেলা, সামাজিক অনুষ্ঠান, ধর্মীয় সমাবেশ, সিনেমা হল, ভ্রাম্যমান ফাস্ট ফুড, স্ট্রীট ফুড, সেলুন এবং জনসমাগম হয় এমন সকল কিছু পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।


এদিকে, করোনা পরিস্থিতি মোকাবেলায় চলছে মানুষকে ঘরে পাঠাতে প্রশাসনের তৎপরতা, মাইকিংসহ বিভিন্ন সচেতনা মূলক প্রচার প্রচারণা অব্যাহত রয়েছে। পুলিশ প্রশাসন জেলা প্রশাসনের গণ বিজ্ঞপ্তি কার্যক্রম বাস্তবায়নে শহর গুলোতে সার্বক্ষণিক টহল দিচ্ছে। ফলে ৭ উপজেলার পৌর শহর,বিভিন্ন হাটবাজার লকডাউনে পরিণত হয়েছে।


বিবার্তা/ওসমান/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com