শিরোনাম
করোনা প্রতিরোধে বরিশাল সিটি মেয়রের ব্যাপক প্রস্তুতি
প্রকাশ : ২৫ মার্চ ২০২০, ১১:৫০
করোনা প্রতিরোধে বরিশাল সিটি মেয়রের ব্যাপক প্রস্তুতি
বরিশাল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

করোনাভাইরাস প্রতিরোধে বরিশাল সিটি করপোরেশনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। সিটি মেয়র সেরনিয়বাত সাদিক আব্দুল্লাহ সিটি এলাকায় বিশেষ সেল ও কন্ট্রেল রুম খোলার নির্দেশ দিয়েছেন। সব ধরনের পরিস্থিতি মোকাবেলায় সিটি করপোরেশনের কর্মকর্তাদের সমন্বয়ে নিয়ন্ত্রণ সেল গঠন করেন।


নগরবাসীকে করোনাভাইরাসের বিষয়ে নিয়ন্ত্রণ সেলের কর্মরত কর্মকর্তাদের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। নগরীর ৩০টি ওয়ার্ডের
কোথাও করোনা সংক্রান্ত যে কোন পরিস্থিতি সেলের সদস্যদেরকে জানাতে পারবেন।


সেলের সদস্যদের মধ্যে


১. সিটি করপোরেশনের মেডিকেল অফিসার ডা. নাহিদ হাসান, মোবাইল নম্বর ০১৯১২৬৭৪২৯৭।
২. ভেটেরিনারী সার্জন ও পরিচ্ছন্নতা কর্মকর্তা ডা. মো. রবিউল ইসলাম মোবাইল নম্বর ০১৮১৬০৯৯৮৬৫।
৩. বিসিসির পানি বিদ্যুৎ শাখার নির্বাহী প্রকৌশলী ওমর ফারুক মোবাইল নম্বর ০১৭১৭৯৭০২৭৮।
৪. বিসিসির প্রশাসনিক কর্মকর্তা কাজী মোয়াজ্জেম হোসেন মোবাইল নম্বর ০১৭৩৩ ৬০৯২১৫।


যে কোন প্রয়োজনে উপোরক্ত ব্যাক্তিদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।


বিবার্তা/জসিম/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com