শিরোনাম
নিষেধাজ্ঞা অমান্য করে কোচিং, ফেনীতে শিক্ষকের জরিমানা
প্রকাশ : ২০ মার্চ ২০২০, ১২:৫৭
নিষেধাজ্ঞা অমান্য করে কোচিং, ফেনীতে শিক্ষকের জরিমানা
ফেনী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে কোচিং করার অভিযোগে ফেনীর ডাক্তার পাড়ায় রাজু মিত্র নামে এক শিক্ষকের জরিমানা এবং দুই শিক্ষককে সতর্ক করেছেন ভ্রাম্যমান আদালত।


বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মনিরুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।


জানা যায় , করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য সরকার সকল শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং বন্ধ ঘোষণা করেছে। কিন্তুু ফেনীতে সরকারী নির্দেশনা অমান্য করে কিছু শিক্ষক নিজ গৃহে শিক্ষার্থীদের প্রাইভেট পড়িয়ে আসছেন। এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকালে শহরের ডাক্তার পাড়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।


এই অভিযানে নিজ বাসায় প্রাইভেট পড়ানোর দায়ে ধলিয়া উচ্চ বিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক রাজু মিত্রর ২শ টাকা জরিমানা করে আগামীতে এ ধরনের অপরাধ করবেন না মর্মে মুছলেকা নেয়া হয়। এছাড়াও ফেনী সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: শাহ আলম ও চাড়িপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাবেদ হোসাইনকে সতর্ক করেছে আদালত।


নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মনিরুজ্জামান জানান, জনস্বার্থে সরকারী নির্দেশ বাস্তবায়নে যে কোন মূল্যে জনসমাগম কমিয়ে আনতে ভ্রাম্যমান আদালতের কার্যক্রম অব্যাহত রাখা হবে।


বিবার্তা/সাব্বির/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com