শিরোনাম
সাতক্ষীরায় বিদেশ ফেরত আরো ২৪ জন হোম কোয়ারেন্টাইনে
প্রকাশ : ১৮ মার্চ ২০২০, ১৫:২৭
সাতক্ষীরায় বিদেশ ফেরত আরো ২৪ জন হোম কোয়ারেন্টাইনে
সাতক্ষীরা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

করোনা ভাইরাস সংক্রামন প্রতিরোধে গত ২৪ ঘন্টায় বিদেশ ফেরত সাতক্ষীরার আরো ২৪ জনকে হোম কোয়ারেন্টাইনে নিয়েছে স্বাস্থ্য বিভাগ।


মঙ্গলবার (১৭ মার্চ) বেলা ১২ টা থেকে বুধবার (১৮ মার্চ) বেলা ১২ টা পর্যন্ত তাদের কোয়ারেন্টানে নেয়া হয়। এনিয়ে গত ৩ দিনে বিদেশ ফেরত সাতক্ষীরার ৩৭ জনকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে। তাদের প্রায় প্রত্যেকের সর্দি, কাশি ও জ্বর থাকায় তাদের কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে।


এর মধ্যে সাতক্ষীরা সদর উপজেলায় ১০ জন, আশাশুনি উপজেলায় ৬ জন, কালিগঞ্জ উপজেলায় ৮ জন, দেবহাটা উপজেলায় ২ জন ও শ্যামনগর উপজেলায় ১১ জনকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে।


সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়াত জানান, সাতক্ষীরায় ইতোমধ্যে বিদেশ ফেরত মোট ৩৭ জনকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে। এর সংখ্যা আরো বাড়তে পারে। এরা সবাই ভারত, ইতালি, মালয়েশিয়া ও সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন। তবে ভারত থেকে দেশে ফিরেছেন এমন লোকের সংখ্যাই বেশী। এসব ব্যক্তিদের বিশেষ নজরদারীতে রাখা হয়েছে।


তিনি আরো বলেন, এসব ব্যক্তিরা যেন ঘরের বাইরে ঘোরাফেরা না করে সেজন্য নির্দেশনা দেয়া হয়েছে। তাদের উপর স্থানীয় স্বাস্থ্য বিভাগ, ইউনিয়ন পরিষদ ও গ্রাম পুলিশকে নজরদারিতে রাখতে বলা হয়েছে। কেউ নির্দেশনা অমান্য করলে তাকে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে শাস্তির আওতায় আনা হবে। তবে, সাতক্ষীরায় এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এমন কোনো রোগী পাওয়া যায়নি।


বিবার্তা/সেলিম/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com