শিরোনাম
করোনা আতঙ্ক: ঢাকা-সৈয়দপুর রুটে বিমানের ফ্লাইট বাতিল
প্রকাশ : ১৫ মার্চ ২০২০, ০৯:০৯
করোনা আতঙ্ক: ঢাকা-সৈয়দপুর রুটে বিমানের ফ্লাইট বাতিল
নীলফামারী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

করোনা ভাইরাসের শঙ্কায় যাত্রী কমে যাওয়ায় রবিবার (১৫ মার্চ) থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট কমিয়ে দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। একইসঙ্গে ঢাকা-সৈয়দপুরসহ বেশ কয়েকটি রুটে ফ্লাইট বাতিল করা হয়েছে।


সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক সুশান্ত দত্ত বিষয়টি নিশ্চিত করেন। ঢাকা-সৈয়দপুর রুটে বিমান বাংলাদেশের একটি ফ্লাইট চালু ছিল।


এদিকে ঢাকা-সৈয়দপুর ছাড়াও আগামী ২০ মার্চ পর্যন্ত ঢাকা-রাজশাহী, ঢাকা-যশোর ও ঢাকা-কক্সবাজার রুটে ২০টি ফ্লাইট বাতিল করেছে সংস্থাটি।


বিমানের ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বির হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, বাতিল করা ফ্লাইটগুলোতে যাত্রী সংখ্যা ছিল মাত্র ২০ থেকে ৩০ শতাংশ।


অপরদিকে, ভারত সরকারের সিদ্ধান্তের কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ছাড়াও দেশীয় বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলা ও নভোএয়ার ভারতে তাদের সব ফ্লাইট বন্ধ করেছে। আগামী ১৪ এপ্রিল পর্যন্ত সেদেশে সব ফ্লাইট বন্ধ থাকবে।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com