শিরোনাম
মানিকগঞ্জে ১০৯ জন ‘হোম কোয়ারেন্টাইনে’
প্রকাশ : ১২ মার্চ ২০২০, ১৪:১৭
মানিকগঞ্জে ১০৯ জন ‘হোম কোয়ারেন্টাইনে’
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

করোনা ভাইরাসে আক্রান্ত এমন আশঙ্কায় মানিকগঞ্জে বিদেশ থেকে আসা ১০৯ জন ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে (বিশেষ ব্যবস্থায় পর্যবেক্ষণ) রাখা হয়েছে। তবে এদের শরীরে করোনার উপসর্গ না থাকলেও বিদেশ ফেরত হওয়ায় তাদের সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে স্বাস্থ্য বিভাগ।


বুধবার (১২ মার্চ) দুপুর দেড়টার দিকে নতুন করে আরো ৩০ জনসহ মোট ১০৯ জনের তথ্য নিশ্চিত করেছে মানিকগঞ্জের সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ।


তিনি বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যার হাসপাতালের পুরাতন ভবনের দ্বিতীয় তলায় ১২ বেডের আইসোলেশন ইউনিট এবং সদর উপজেলার কেওয়ারজানি এলাকায় আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউটে ১০০ শয্যার কোয়ারেন্টাইন ইউনিট প্রস্তুত রাখা হয়েছে।


এছাড়াও ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ৯ সদস্য বিশিষ্ট কোভিড-১৯ ব্যবস্থাপনা কমিটিও করা হয়েছে। এই কমিটিতে সিনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. সাকিনা আনোয়ারকে প্রধান করা হয়েছে। হাসপাতালে আইসোলেশন ইউনিটে রোগীদের রক্তের নমুনা সংগ্রহ করে তা রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো এই কমিটির প্রধান কাজ।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com