শিরোনাম
২০ টাকার মাস্ক ১৮০ টাকায় বিক্রি, তিন দোকানিকে জরিমানা
প্রকাশ : ০৯ মার্চ ২০২০, ২২:২১
২০ টাকার মাস্ক ১৮০ টাকায় বিক্রি, তিন দোকানিকে জরিমানা
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চট্টগ্রামের লোহাগাড়ায় বেশি দামে মাস্ক বিক্রির করার অভিযোগে তিন দোকানদারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।


সোমবার (৯ মার্চ) রাত সাড়ে আটটায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট পদ্মাসং সিংহ।


জানা যায়, অভিযান চলাকালে উপজেলার বটতলী মোস্তাফিজুর রহমান মার্কেটের বেবি প্লাসকে ২ হাজার টাকা, একই মার্কেটের নিউ চমককে ৫০০ টাকা ও হাজী বদিউর রহমান মার্কেটের রহমানিয়া গার্মেন্টসকে ৩ হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।


নির্বাহী ম্যাজিষ্ট্রেট পদ্মাসং সিংহ বলেন, দেশে করোনাভাইরাস আক্রান্ত তিন ব্যক্তি শনাক্ত হওয়ার পর পরই দেশজুড়ে আতংক সৃষ্টি হয়েছে। কদর বেড়েছে মাস্কের। সে সুযোগ লুফে নিচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী। প্রতিটি ২০-৪০ টাকার মাস্ক ১০০-১৮০ টাকা ধরে বিক্রি হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে উপজেলার তিনটি দোকানে অভিযান চালিয়ে জরিমানা ও সতর্ক করা হয়েছে।


বিবার্তা/রিফাত/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com