শিরোনাম
ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ
প্রকাশ : ০৮ মার্চ ২০২০, ১০:২৪
ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ
ফাইল ছবি
ফেনী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ উঠেছে একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে । ঘটনার পর থেকে পলাতক রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে, রাতেই ৩ জনকে আসামি করে ফেনী মডেল থানায় মামলা করেছে ভুক্তভোগীর পরিবার।


শনিবার (৭ মার্চ) দুপুরে ফেনী শহরের চিশতিয়া মা ও শিশু জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।


স্বজনদের অভিযোগ, শনিবার দুপুরে ফেনী শহরের চিশতিয়া মা ও শিশু জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় প্রসূতি নারী ফারহানা আক্তারকে। বিকেলে তাকে দ্রুত সিজার করার কথা বলে অপারেশন থিয়েটারে নেয়া হয়। সিজারের পর অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়। এসময় প্রসূতির অবস্থা আশঙ্কাজনক জানিয়ে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথেই মারা যান তিনি। চিকিৎসকের পরিবর্তে নার্স দিয়ে অপারেশন করায় তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ স্বজনদের।


এ ঘটনায় চিকিৎসক নাসরিন আক্তার শিমু ও হাসপাতালের মালিকসহ ৩ জনকে আসামি করে সদর মডেল থানায় মামলা করেছে নিহতের পরিবার।


ফেনী মডেল থানার ওসি আলমগীর হোসেন বলেন, নার্স দিয়ে অপারেশন করিয়েছে নাকি বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে অপারেশন করিয়েছে তা আমরা তদন্ত করে দেখবো।


নিহত ফারহানা আক্তার ফেনীর দাগণভূইয়া উপজেলার রাজাপুর এলাকার জুলহাসের স্ত্রী। সিজারের পর তার একটি ছেলে সন্তান জন্ম নেয়। নবজাতকটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।


বিবার্তা/সাব্বির/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com