শিরোনাম
শেরপুরে অবৈধভাবে পুকুর খনন, ২টি ড্রেজার ধ্বংস
প্রকাশ : ০৬ মার্চ ২০২০, ২০:৩৮
শেরপুরে অবৈধভাবে পুকুর খনন, ২টি ড্রেজার ধ্বংস
বগুড়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বগুড়ার শেরপুরের শুবলী এলাকায় অবৈধভাবে জমির শ্রেণি পরিবর্তন করে পুকুর খনন করায় শুক্রবার দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জামশেদ আলাম রানা ভ্রম্যামাণ আদালত পরিচালনা করে দুটি ড্রেজার মেশিন ধ্বংস ও জরিমানা আদায় করেন।


জানা যায়, উপজেলার খানপুর ইউনিয়নের শুবলী গ্রামের জালাল উদ্দিনের ছেলে আব্দুস সামাদ আবাদি জমির মাটি কেঁটে পুকুর খনন করছিল।এমন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জামশেদ আলাম রানা শুক্রবার দুপুর সাড়ে ১২টায় ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে পুকুর খননের ব্যবহৃত দুই ড্রেজার মেশিন ধ্বংস করেন এবং ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।


উপজেলা সহকারি কমিশনার ভূমি জামশেদ আলাম রানা বলেন, জমির প্রকৃতি পরিবর্তন করণের জন্য সরকারি দফতরের অনুমতি না নেয়ায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাজা প্রদান করা হয়েছে।


বিবার্তা/বাদশা/জাহিদ


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com