শিরোনাম
লক্ষ্মীপুরে ৩ সড়ক দুর্ঘটনায় আহত ১৫
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ১৫:২৫
লক্ষ্মীপুরে ৩ সড়ক দুর্ঘটনায় আহত ১৫
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

লক্ষ্মীপুরে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।


বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলায় বিভিন্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতদের সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে।


প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে সদর উপজেলার রায়পুর-নোয়াখালির সড়কেরর চন্দ্রগঞ্জের আন্ডারঘর নামক এলাকায় আনন্দ পরিবহন নামে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে নারী-পুরুষসহ ১০ জন আহত হন।


এদিকে পৌর শহরের ঝুমুর এলাকায় ট্রাকের ধাক্কায় এক কলেজ শিক্ষার্থী আহত হয়। এছাড়া সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের মাইলের মাথায় দুইটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আরো ৪ জন আহত হয়েছে। পরে স্থানীয়রা পৃথক ঘটনায় আহতদের উদ্ধার করে সদর হাসপাতাল সহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করায়।


এ নিয়ে গত দু’দিনে লক্ষ্মীপুর সড়ক দুর্ঘটনায় ৫জন নিহত ও ১৭জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।


এ ব্যাপারে লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান বলেন, সকাল থেকে পৃথক ৩টি সড়ক দৃর্ঘটনা ১৫ জন আহত হয়েছেন। তাদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তবে সড়ক দূর্ঘটনা রোধের জন্য পুলিশের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেয়ার হচ্ছে বলে জানান তিনি।


বিবার্তা/সুমন/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com