শিরোনাম
বরিশালে ৪ দালালকে কারাদণ্ড
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৩৯
বরিশালে ৪ দালালকে কারাদণ্ড
বরিশাল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বরিশালের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চার দালালকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। বুধবার (১৯ ফ্রেব্রুয়ারি) দূপুরে নগরীর বাটার গলিতে এই অভিযান চালানো হয়।


অভিযানের নেতৃত্ব দেয়া জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আতাউর রাব্বী বলেন, বিভাগীয় শহর বরিশালে উন্নত চিকিৎসার জন্য বিভাগের ছয় জেলা থেকে সাধারণ রোগীরা আসেন। সম্প্রতি দালালদের কাছে একপ্রকার জিম্মি হয়ে প্রতারণার স্বীকার হচ্ছেন অসহায় রোগীরা। বিষয়টি জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানতে পারেন। পরবর্তীতে জেলা প্রশাসকের নির্দেশে বুধবার দুপুরে মহানগর গোয়েন্দা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এসময় নগরীর বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের চার দালালকে আটক করা হয়। পরবর্তীতে আটককৃত চারজনের মধ্যে তিনজনকে এক মাসের এবং একজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছে।


বিবার্তা/জসিম/জাই


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com