শিরোনাম
এসএসসি পরীক্ষার্থীর মাথা ফাঁটালেন শিক্ষক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৩৯
এসএসসি পরীক্ষার্থীর মাথা ফাঁটালেন শিক্ষক
প্রিন্ট অ-অ+

মাদারীপুরে এসএসসি’র পরীক্ষা কেন্দ্রে হার্ডবোর্ড দিয়ে আঘাত করে এক শিক্ষার্থীর মাথায় জখম করেছে দায়িত্বরত শিক্ষক আবুল হোসেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) মাদারীপুর শহরের আছমত আলী খান পাবলিক স্কুল এ্যান্ড কলেজ কেন্দ্র এ ঘটনা ঘটে।


খবর পেয়ে ওই শিক্ষার্থীর চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করে প্রশাসন। এ ঘটনায় নির্ধারিত সময়ের ১০ মিনিট পরে শুরু হয় পরীক্ষা। এদিকে অভিযুক্ত শিক্ষক আবুল হোসেনকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।


সহপাঠীরা জানায়, সোমবার সকালে এসএসরি’র ফিন্যান্স এ্যান্ড ব্যাংকিং পরীক্ষা দিতে মাদারীপুর শহরের আছমত আলী খান পাবলিক স্কুল এ্যান্ড কলেজ কেন্দ্র যায় শিক্ষার্থী রাকিবুল মৃধা। পরীক্ষা শুরুর আগে তাকে ওএমআর শিট দেয়া হয়। ওই শিক্ষার্থী সেটি পূরণে দেরি করায় খাতায় স্বাক্ষর করতে অপরাগত প্রকাশ করেন দায়িত্বরত শিক্ষক আবুল হোসেন। পরবর্তীতে শিক্ষার্থীর ওপর ক্ষেপে হার্ডবোর্ড ছুঁড়ে মারেন। হার্ডবোর্ডটি শিক্ষার্থীর মাথায় লেগে গুরুতর আহত হয় সে। এ সময় পরীক্ষা কক্ষে শুরু হয় হট্টগোল। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রাথমিকভাবে ওই শিক্ষার্থীর চিকিৎসা দিলে নির্ধারিত সময়ের ১০ মিনিট পরে শুরু হয় পরীক্ষা। এ ঘটনার অভিযুক্ত শিক্ষককের উপযুক্ত শাস্তি দাবি করেছেন শিক্ষার্থীরা।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com