শিরোনাম
আদালত চাইলে সাগর-রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন: আইজিপি
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৪২
আদালত চাইলে সাগর-রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন: আইজিপি
বরিশাল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, সাগর-রুনির হত্যা মামলার অগ্রগতির জন্য পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে। এর রহস্য উদঘাটনের জন্য কাজ করছে র‍্যাব। তথ্য যাচাই-বাছাইয়ের কারণেই সময় বেশি লাগছে। আদালত চাইলে অবশ্যই তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হবে। সাগর-রুনি হত্যাকাণ্ড নিয়ে আমরা কোনও ধরনের চাপে নেই।


বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বরিশালে পুলিশ লাইন্সে বরিশাল জেলা পুলিশের ব্যারাক ভবন, গৌরনদী সার্কেল অফিস ও গৌরনদী উপজেলার আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।


এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, পরিসংখ্যানের দিক থেকে দেশে ধর্ষণ বেড়েছে। তবে ধর্ষণের ঘটনা পেলে আমরা যথাযথ আইনগত ব্যবস্থা নেই। সাম্প্রতিককালে যতগুলো ঘটনা ঘটেছে প্রতিটি বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি। তবে ধর্ষণ রোধে সামাজিকভাবে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানাই।


এসময় বরিশালের ডিআইজি শফিকুল ইসলাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান এবং বিভাগের ছয় জেলার ছয় পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


বিবার্তা/জসিম/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com