শিরোনাম
এসএসসি’র ৫০ উত্তরপত্র থানায় জমা দিলেন সিএনজি চালক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৫২
এসএসসি’র ৫০ উত্তরপত্র থানায় জমা দিলেন সিএনজি চালক
ফাইল ছবি
জামালপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের আওতাধীন চলতি এসএসসি বাংলা প্রথমপত্র পরীক্ষার ৫০টি উত্তরপত্র পেয়েছেন এক সিএনজিচালক।


সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে জামালপুর শহরের জয়নাল আবেদীন নামের ওই সিএনজি চালক উত্তরপত্রের বান্ডেলটি পান।


মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে উত্তরপত্রগুলো জামালপুর জেলা প্রশাসকের পরামর্শে তার এক সহকর্মী সিএনজিচালক আবু সাঈদ বাচ্চু সাধারণ ডায়েরি করে সদর থানায় জমা দেন।


সিএনজিচালক আবু সাঈদ বাচ্চু জানান, সোমবার সন্ধ্যার পর শহরের ভোকেশনাল মোড়ে সিএনজিচালক জয়নাল আবেদীনের সিএনজিতে ময়মনসিংহ থেকে আসা একজন যাত্রী এসএসসি পরীক্ষার বাংলা প্রথমপত্রের উত্তরপত্রের একটি বান্ডেল ফেলে রেখে যান।


তিনি খাতাগুলো মঙ্গলবার রাত সাড়ে ৮টায় জামালপুর সদর থানায় জমা দেন। পরে সদর থানায় সাধারণ ডায়েরি করে উত্তরপত্রগুলো থানার ওসির কাছে জমা দেন।


জামালপুর সদর থানার ওসি মো. সালেমুজ্জামান জানান, একটি সাধারণ ডায়েরি করে এসএসসির বাংলা প্রথমপত্রের ৫০টি উত্তরপত্রের বান্ডেলটি থানা হেফাজতে রাখা হয়েছে।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com