শিরোনাম
মুজিববর্ষের অঙ্গীকার নিয়ে পুলিশ বাহিনীকে গড়ে তোলা হবে: আইজিপি
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২০, ১৩:২৫
মুজিববর্ষের অঙ্গীকার নিয়ে পুলিশ বাহিনীকে গড়ে তোলা হবে: আইজিপি
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মুজিববর্ষের অঙ্গীকার নিয়ে পুলিশ বাহিনীকে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন পুলিশের আইজিপি মোহাম্মদ জাবেদ পাটোয়ারী


রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে সাভারের আশুলিয়ার শ্রীপুর এলাকায় শিল্প পুলিশ-১ এর পুলিশ ব্যারাক উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।


তিনি বলেন, বাংলাদেশ পুলিশকে মানবিক পুলিশ হিসেবে গড়ে তোলা হচ্ছে। এবার পুলিশের নিয়োগ পদায়ন ও পদোন্নতির ক্ষেত্রে স্বচ্ছ থাকায় সারাদেশে পুলিশ বাহিনী প্রশংসিত হয়েছে। পোশাক কারখানাগুলোতে শিল্প পুলিশের নিরাপত্তার কারণে অর্থনীতি অনেক দুর এগিয়ে গেছে। পুলিশ জনগণের বন্ধু, পুলিশ সবসময় দেশের কল্যাণে কাজ করে যাচ্ছে।


এসময় সারা বিশ্বের অর্থনীতি মন্দা থাকলেও বাংলাদেশের অর্থনীতি মন্দা নেই বলেও মন্তব্য করেন তিনি।


অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, শিল্প পুলিশের অতিরিক্ত আইজিপি আব্দুস সালাম, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, শিল্প পুলিশ-১ এর এসপি সানা শামিমুর রহমানসহ সাভার ও আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানার মালিকরা।


বিবার্তা/শরিফুল/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com