শিরোনাম
প্রক্সি দিতে গিয়ে ধরা খেলো ৮ ভূয়া পরীক্ষার্থী, জরিমানা
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২০, ২০:১০
প্রক্সি দিতে গিয়ে ধরা খেলো ৮ ভূয়া পরীক্ষার্থী, জরিমানা
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ২০১৯ সালের নবম শ্রেণীর প্রথম পর্ব বোর্ড প্রক্সি দিতে গিয়ে ধরা খেয়েছে আট ভূয়া পরীক্ষার্থী।


শুক্রবার (৭ ফেব্রুয়ারি) উপজেলার চতুল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই আটজনকে এক লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।


জানা যায়, চতুল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নবম শ্রেণির প্রথম পর্বের গণিত পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছিলো। ইউএনও ঝোটন চন্দ সকাল ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভিযান চালিয়ে ওই আটজনকে আটক করেন। দন্ডপ্রাপ্তরা হলো- পরীক্ষা দিতে আসা ফয়সাল শেখ, শুভ সরকার, রাজিব খান, নাইম শেখ, বাবর আলী, সোহাগ কীর্ত্তনিয়া, সুবর্ণ ও লিমা। তাদের কেউ মা আবার কেউ ভাই বা বোনের হয়ে পরীক্ষা কেন্দ্রে যান।


বিকেলে নিজ কার্যালয়ে পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন ১৯৮০ এর ১১ ধারা অনুযায়ী তাদের এ দন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ। এছাড়া ওই বিদ্যালয়ের পিয়ন নিজাম উদ্দিন অসদুপায় অবলম্বনে সহযোগিতা করার অপরাধে ২৫ হাজার টাকা জরিমানা করেন। ওই কেন্দ্রের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশও করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ।


এছাড়া একইদিন রাস্তার পাশের সরকারি গাছ কাটার অপরাধে ইছাখালী গ্রামের আব্দুল গফফারকে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।


বিবার্তা/হাসান/এসএ


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com