শিরোনাম
‘পেঁয়াজের উৎপাদন বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নেয়া হবে’
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২০, ১৯:১৮
‘পেঁয়াজের উৎপাদন বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নেয়া হবে’
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দেশে পিঁয়াজের উৎপাদন বাড়াতে নানামুখি পদক্ষেপ গ্রহণ করা হবে।


‘দেশে চাহিদা অনুযায়ী চালের মজুদ পর্যাপ্ত থাকলেও চাহিদার তুলনায় পেঁয়াজের কমতি রয়েছে ২৫ শতাংশ’ একথা উল্লেখ করে তিনি বলেন,পেঁয়াজের উৎপাদন বাড়ানোর জন্য সরকার নানা পরিকল্পনা গ্রহণ করছে।


শুক্রবার (২৪ জানুয়ারি) কুষ্টিয়া সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।


টিপু মুনশি বলেন, তিনি মনে করেন চালের মুল্যবৃদ্ধিতে কোনো মধ্যসত্বভোগী উপকৃত হলে খাদ্য মন্ত্রণালয় অবশ্যই তাদের বিরুদ্ধে আইনানুগভাবে কঠোর ব্যবস্থা পদক্ষেপ গ্রহণ করবে।


বাণিজ্যমন্ত্রী সিটি নির্বাচন প্রসঙ্গে বলেন, ‘কিছু নির্বাচনে ভোটারের উপস্থিতি কম দেখা গেছে। মানুষ এখন ফেয়ার ভোট চায়। তাই ফেয়ার ভোট করতে ইভিএম পদ্ধতি গ্রহণ করা হয়েছে।’


ইভিএম পদ্ধতিতে ভোট প্রদানে ভোটারের উপস্থিতি বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।


কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. আসলাম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানসহ সরকারি কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।


পরে তিনি কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।


বিবার্তা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com