শিরোনাম
বরিশালে ৮০মণ জাটকা উদ্ধার, আটক ২
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২০, ২০:১৫
বরিশালে ৮০মণ জাটকা উদ্ধার, আটক ২
বরিশাল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বরিশাল সদর উপজেলার দিনারেরপুল এলাকায় যাত্রীবাহী বিআরটিসির একটি বাস থেকে ৮০ মণ জাটকা ইলিশ উদ্ধার করা হয়েছে। এসময় পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে দুই জনকে আটক করেছে পুলিশ।


বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দূপুর দুইটায় পুলিশ এই অভিযান চালায়। বাসটি যাত্রী নিয়ে ভোলা থেকে যশোর যাচ্ছিল। এসময় জাটকা ইলিশ উদ্ধার করা হয়। এসময় পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে অপু নামের এক ব্যবসায়ী ও বাসের সুপারভাইজার ফয়সালকে আটক করে পুলিশ।


বরিশাল সাহেবেরহাট বন্দর থানার এসআই মেহেদী হাসান জানান, বাস থেকে ৮০ মণ জাটকা এবং ব্যবসায়ী ও বাসের সুপারভাইজারকে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। তবে বাসটিতে যাত্রী থাকার কারণে ছেড়ে দেয়া হয়। আটক দুইজনকে মৎস্য বিভাগের নির্দেশে বরিশাল সদর উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের সোর্পদ করা হবে।


জেলা মৎস্য অফিসের কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস বলেন, ভোলার চরফ্যাশন উপজেলার জনৈক ব্যবসায়ী শাহাবুদ্দিন জাটকাগুলো যশোরে পাচার করছিল। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


বিবার্তা/জসিম/এসএ/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com