শিরোনাম
মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষে মা ও শিশু নিহত, আহত ৮
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২০, ০৮:৪৭
মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষে মা ও শিশু নিহত, আহত ৮
চাঁদপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঘন কুয়াশার কার‌ণে মেঘনায় এমভি কীর্তনখোলা-১০ লঞ্চের সঙ্গে ফারহান-৯ লঞ্চের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মা ও শিশু নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৮ যাত্রী আহত হয়েছেন।


রবিবার (১২ জানুয়ারি) দিবাগত রা‌ত দেড়টার দি‌কে ঢাকা-ব‌রিশাল নৌ রু‌টের মা‌ঝেরচর এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।


নিহতদের পরিচয় জানা সম্ভব হয়নি। হতাহতের মধ্যে ৩ জন ফারহান-৯ লঞ্চের যাত্রী, বাকিরা সবাই কীর্তনখোলা-১০ লঞ্চের যাত্রী বলে জানা গেছে।


বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর নৌ থানার ওসি আবু তাহের ও কীর্তনখোলা ১০ লঞ্চের মাস্টার নুরুল ইসলাম।


‌জানা গে‌ছে, কীর্তনখোলা-১০ লঞ্চ‌টি ব‌রিশাল নদী বন্দর থে‌কে রা‌ত ৯টার দিকে ৭শ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে এবং ফারহান-৯ লঞ্চটি ঢাকা থেকে হুলারহাট যাচ্ছিল। লঞ্চ দুটি মাঝেরচর এলাকায় পৌঁছালে এই দুর্ঘটনা ঘটে। এতে কীর্তনখোলা লঞ্চের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।


কীর্তনখোলা-১০ ল‌ঞ্চের ম্যা‌নেজার ঝন্টু জানান, ফারহান লঞ্চ‌টির কো‌নো রাডার না থাকায় কুয়াশার ম‌ধ্যে কীর্তণনখোলা লঞ্চ‌টি‌র মাঝ বরাবর স‌জো‌রে ধাক্কা দেয়। তবে ক্ষতিগ্রস্ত লঞ্চের তলদেশ অক্ষত থাকায় সেটি ঢাকার উদ্দেশ্য রওয়ানা হয়েছে।


এ বিষ‌য়ে জান‌তে ব‌রিশাল নদী বন্দর কর্মকর্তা ও বিআইড‌ব্লিউ‌টিএ’র নৌ নিরাপত্তা এবং ট্রা‌ফিক ব্যবস্থাপনা বিভা‌গের উপপ‌রিচালক আজমল হুদা মিঠু সরকার‌কে একা‌ধিকবার কল করা হ‌লেও তার ফোন বন্ধ পাওয়া যায়।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com