শিরোনাম
সরকার বেতন দেয়, ঘুষের জন্য হাত পাতার দরকার নেই: খাদ্যমন্ত্রী
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২০, ১৮:১৭
সরকার বেতন দেয়, ঘুষের জন্য হাত পাতার দরকার নেই:  খাদ্যমন্ত্রী
নওগাঁ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, সরকার যে বেতন দেয়, তার বাইরে ঘুষের জন্য কারো কাছে হাত পাতানোর দরকার নেই। সরকারের দেয়া বেতন দিয়েই ভালোভাবে আমাদের সংসার চলে। দূর্নীতিকে প্রশ্রয় না দিয়ে নিজ নিজ জায়গা থেকে আমরা মাদক ও জঙ্গিবাদমুক্ত সোনার বাংলাদেশে গড়তে চাই।


রবিবার (১২ জানুয়ারি) বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


এসময় প্রশাসনের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে খাদ্যমন্ত্রী বলেন, মাদক কারবারীর পক্ষে যদি কোনো রাজনৈতিক নেতা কাজ করে বা সুপারিশ করে তাহলে তার সাথে সুন্দর ব্যবহার করে তার নামও ওই মামলার চার্জশিটে অন্তর্ভুক্ত করে দিবেন।


তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী যে ভিশন নিয়ে বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে এগিয়ে নিয়ে যাচ্ছেন এই উন্নয়নকে যাতে কেউ বাধাগ্রস্ত না করতে পারে সেদিকে সবাইকে নজর রাখতে হবে।


সভায় নওগাঁ জেলা প্রশাসক হারুন অর রশীদ, পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়াসহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, ১১টি উপজেলা পরিষদের চেয়ারম্যান, নির্বাহী অফিসার, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/নয়ন/সোহেল/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com