শিরোনাম
বরিশালে ২০ হাজার কুকুরকে ভ্যাকসিন দিবে বিসিসি
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২০, ১৮:১৩
বরিশালে ২০ হাজার কুকুরকে ভ্যাকসিন দিবে বিসিসি
বরিশাল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাতীয় জলাতঙ্ক নির্মূল কর্মসূচির আওতায় বরিশাল সিটি কর্পোরেশনের ৩০ ওয়ার্ডে আগামী ১০ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত কুকুরের টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। এ লক্ষে বুধবার (৮ জানুয়ারি) সকাল থেকে নগরীতে মাইকিংসহ বিভিন্নভাবে প্রচার-প্রচারণার চলছে।


বরিশাল সিটি কর্পোরেশন পরিচ্ছন্নতা বিভাগ জানায়, বরিশাল নগরীতে ৩০টি ওয়ার্ডে প্রায় ২০ হাজারের মতো কুকুর আছে। স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার এই কর্মসূচির আওতায় আগামী ১০ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত কুকুরকে টিকা প্রদান করা হবে।টিকা প্রদানের পাশাপাশি কুকুরগুলোর শরীরে এক ধরনের অস্থায়ী রং দেয়া হবে। যাতে কোনো কুকুর ভ্যাকসিন প্রয়োগ থেকে বাদ না যায়। এ টিকাদান কার্যক্রম বাস্তবায়নের জন্য মাঠপর্যায়ে দেড়শত সেবক নিয়োজিত থাকবে। যারমধ্যে ঢাকা থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ৬০ জন ডক ক্যাচার, সিটি করপোরেশনের ৩০ জন ডকক্যাচার, ৩০ জন প্রশিক্ষিত টিকাদানকারী, ৩০ জন ডাটা কালেক্টর, ৩০ জন ভ্যান পোর্টার ও ৪ জন সুপারভেশন কর্মকর্তা থাকবে।


বরিশাল সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের প্রধান ও ভ্যাটেনারি সার্জন ডা. রবিউল ইসলাম বলেন, ২০২২ সালের মধ্যে বাংলাদেশকে জলাতঙ্ক মুক্ত করার লক্ষে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমরা চাই বরিশাল নগরকে জলাতঙ্ক মুক্ত করতে আর নগরবাসীও কুকুর টিকাদান কর্মসূচিকে সহায়তা করুক।


বিবার্তা/জসিম/জাই


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com