
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় সালেহা(৬২) নামে এক মহিলাকে গলা কেটে হত্যা করেছে তার ছেলে। বৃহস্পতিবার (২৬ডিসেম্বর) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। ইতিমধ্যে ঘাতক ছেলে মাছুদুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।
সালেহার বড় ছেলে হাবিবুর রহমান জাহাঙ্গীর জানান, তার বড়বোন নাজমা বেগমের ছেলে আবদুল্লাহ এক সপ্তাহ আগে নানার বাড়িতে বেড়াতে এসেছে। এ নিয়ে বুধবার বিকালে ভাগ্নে আবদুল্লাহর সঙ্গে মামা মাছুদুর রহমানের ঝগড়া হয়। একপর্যায় আবদুল্লাহকে বাড়ি থেকে তাড়িয়ে দেন মাছুদুর রহমান।
এ নিয়ে বুধবার রাতে সালেহার সঙ্গে মাছুদুর রহমানের ঝগড়া হয়। এর জেরে সকালে বসতঘরে মা সালেহাকে খুন করার প্রস্তুতি নেয় মাছুদ। এ সময় হাবিবুর রহমান জাহাঙ্গীরের স্ত্রী রোজিনা বেগম শাশুড়ির ডাক-চিৎকার শুনতে পান। তিনি ঘরে ঢুকে দেখেন দেবর মাছুদুর রহমান তার মায়ের বুকের উপর বসে গলায় ছুরি চালিয়ে তাকে হত্যা করছে।
এ সময় রোজিনা বেগমকেও হত্যার উদ্দেশ্যে ধাওয়া করে ঘাতক মাছুদ। পরে প্রতিবেশীরা ছুটে আসেন এবং ঘাতককে আটক করে পুলিশের হাতে তুলে দেন। লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
নিহত সালেহার বড় মেয়ে নাজমা বেগম জানান, তার ছোটভাই মাছুদুর রহমান বেশ কয়েক মাস যাবত মানসিক রোগে ভুগছে।
বিবার্তা/আবদাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]