শিরোনাম
৯৯৯-এ কল দিয়ে রক্ষা পেলো কিশোরী
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০১৯, ১৯:২৩
৯৯৯-এ কল দিয়ে রক্ষা পেলো কিশোরী
ময়মনসিংহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ময়মনসিংহের হালুয়াঘাটে জাতীয় জরুরি সেবা (পুলিশ হেল্প লাইন) ৯৯৯ এ কল দিয়ে অপহরণকারীদের কবল থেকে রক্ষা পেয়েছে উপজেলার শাকুয়াই বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী এক কিশোরী। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) হালুয়াঘাট থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।


থানা পুলিশ সূত্রে জানা যায়, ৯৯৯ এ কল পেয়ে হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস-এর নেতৃত্বে একটি ফোর্স সাদা মাইক্রোবাসসহ (ঢাকা মেট্রো-গ-২৯-৮৭৫) অপহরণকারী দলের দুই সদস্যকে আটক করেছে।


এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কিশোরীর পিতা ফজলুল হক বাদী হয়ে হালুয়াঘাট থানায় একটি ডায়েরি করেছেন।


আটককৃতরা হলেন হালুয়াঘাট উপজেলার শাকুয়াই গ্রামের আঃ বারীর পুত্র মো. এনায়েত কবির (৩২) এবং খুলনা জেলার দিঘলিয়া থানার সেনহাটি গ্রামের আঃ সালামের পুত্র মো. আল মামুন।


হালুয়াঘাট থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস জানান, ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। অপহরণকারী ২ জনকে আটকের পর মামলা করা হয়েছে।


বিবার্তা/বাপ্পী/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com