শিরোনাম
‘ভারত ভালো থাকলে বাংলাদেশও ভালো থাকে’
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০১৯, ১৮:৫৯
‘ভারত ভালো থাকলে বাংলাদেশও ভালো থাকে’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ভারত এমন কিছু করবে না যাতে বাংলাদেশে অশান্তি হয়। কারণ ভারত ভালো থাকলে বাংলাদেশও ভালো থাকে। সেখানে অশান্তি হলে বাংলাদেশে অশান্তি দেখা দেয়। তাই তারা কথা দিয়েছে ভারত এমন কিছু করবে না যাতে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়।


সিলেট নগরীর আখালিয়ায় বিজিবি দফতরের বাস্কেটবল গ্রাউন্ডে মঙ্গলবার বেলা ২টায় প্রায় ১৭ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করছে বিজিবি। সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এসব কথা বলেন। ধ্বংসকৃত মাদক সিলেটের জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) গত দেড় বছরে উদ্ধার করেছিল।


তিনি বলেন, ভারতে কোনো অবৈধ বাংলাদেশী থাকলে তাদের যথাযত প্রক্রিয়ায় ফিরিয়ে আনা হবে বলেও জানান তিনি।


এদিকে বিজিবি কর্মকর্তারা জানান, জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) ২০১৮ সালের ৫ মে থেকে চলতি বছরের ১০ ডিসেম্বর পর্যন্ত এসব মাদকদ্রব্য আটক করে। ধ্বংসকৃত মাদকদ্রব্যের বাজারমূল্য প্রায় ১৭ কোটি টাকা। মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের হুইস্কি, ফেনসিডিল, বিয়ার, গাঁজা, ইয়াবা, বিড়ি ও সিগারেট।


বিবার্তা/এনকে/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com