শিরোনাম
সিলেট বিমানবন্দরে সোনার বারসহ আটক ১
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০১৯, ১৪:৪২
সিলেট বিমানবন্দরে সোনার বারসহ আটক ১
সিলেট প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১ কোটি ৫ লাখ টাকা দামের ২২টি সোনার বার উদ্ধার করা হয়েছে।


মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল পৌনে ৯টার দিকে দুবাই থেকে সিলেটে আসা বাংলাদেশ বিমানের বিজি ২৪৮ ফ্লাইটের এক যাত্রীর দেহ তল্লাশি করে স্বর্ণগুলো উদ্ধার করা হয়।


মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন কাস্টমসের যুগ্ম কমিশনার মিনহাজ উদ্দিন।


তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন দুবাই থেকে সিলেটে আসা বাংলাদেশ বিমানের বিজি ২৪৮ ফ্লাইটে সোনা চোরাচালান হতে পারে। এমন তথ্যের ভিত্তিতে তারা বিমান অবতরণের পর ভেতরে তল্লাশি করেন এবং এই বিমানে আসা যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হয়।


এক পর্যায়ে সিলেটের গোয়াইনঘাট উপজেলার মোমিন উদ্দিন মামুন নামের এক যাত্রীকে জিজ্ঞাসাবাদ করলে তিনি কাস্টমস কর্মকর্তাদের সাথে খারাপ আচরণ শুরু করেন। তার পাসপোর্ট চেক করে দেখা যায় তিনি প্রতিমাসেই দুবাইয়ে যাওয়া আসা করেন। তার আচরণ সন্দেহজনক হলে কাস্টমস কর্মকর্তারা তার দেহ তল্লাশি করে জুতার ভেতরে পলিথিন দিয়ে মোড়ানো আড়াই কেজি ওজনের ২২টি সোনার বার উদ্ধার করে কর্তৃপক্ষ। যার বাজার মূল্য আনুমানিক ১ কোটি ৫ লাখ টাকা।


তিনি আরো জানান, যাত্রী মোমিন উদ্দিন মামুনকে আটক করা হয়েছে এবং মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।


বিবার্তা/শহিদুল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com