শিরোনাম
বিএসএফের গুলিতে ভারতীয় যুবক নিহত
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০১৯, ১৫:৩৮
বিএসএফের গুলিতে ভারতীয় যুবক নিহত
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে আবার একইভাবে নিজ দেশে ফিরে যাওয়ার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক ভারতীয় যুবক নিহত হয়েছেন।


শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল ৭টার দিকে কুড়িগ্রামের উলিপুর উপজেলার সাহেবের আলগা সীমান্তে এ ঘটনা ঘটে। সাহেবের আলগা বর্ডার আউট পোস্ট (বিওপি) এলাকায় আন্তর্জাতিক পিলারের (১০৫২-২-এস) কাছে ওই যুবক গুলিবিদ্ধ হন।


বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম আজাদ বলেন, শুক্রবার সকালে সাহেবের আলগা সীমান্তের ডিগ্রিরচরের চুলকানির খাল এলাকা দিয়ে অবৈধভাবে ভারতীয় সীমান্তে প্রবেশ করছিলেন ভারতীয় ওই যুবক। এসময় জিরো লাইনের দেড়শ গজ ভারতীয় অংশে কাঁটাতারের কাছে পৌঁছালে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে বিএসএফ। এতে ওই ভারতীয় যুবক গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে বিএসএফ সদস্যরা তার মরদেহ নিয়ে যায়।


লে. কর্নেল এসএম আজাদ আরো বলেন, নিহত ব্যক্তি ভারতীয় বলে জানতে পেরেছি। জিরো লাইন থেকে দেড়শ গজ দূরে ভারতীয় অংশে কাঁটাতারের কাছে গুলিবিদ্ধ হয়ে নিহত হন তিনি। এ নিয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক হবে।


স্থানীয়রা জানায়, নিহত ব্যক্তি গরু ব্যবসার লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে এসেছিলেন। পরে একই পথে ভারতে ফেরার সময় তাকে বাংলাদেশী ভেবে গুলি করে বিএসএফ।


বিবার্তা/সৌরভ/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com