শিরোনাম
হুবিগঞ্জ প্রতিনিধি
কৃষকের গোয়ালঘরে বিএমডব্লিউ
প্রকাশ : ৩০ নভেম্বর ২০১৯, ০৮:৪৭
কৃষকের গোয়ালঘরে বিএমডব্লিউ
হবিগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

হবিগঞ্জের চুনারুঘাটের উত্তর নরপতি এলাকার আজগর আলী নামে এক কৃষকের গোয়ালঘর থেকে প্রায় ২ কোটি টাকা মূল্যের একটি বিএমডব্লিউ প্রাইভেটকার জব্দ করা হয়েছে।


শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সিলেট অফিসের রাজস্ব কর্মকর্তা আব্দুল মোতালেবের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে গাড়িটি জব্দ করে।


রাজস্ব কর্মকর্তা আব্দুল মোতালেব জানান, বিএমডব্লিউ ব্র্যান্ডের গাড়িটি বিদেশ থেকে আনা হয়। এতে প্রায় দেড় কোটি টাকা শুল্ক ফাঁকি দেন চুনারুঘাট উপজেলার বাসিন্দা গাজিউর রহমান গাজী। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনার সময় তিনি কোনো কাগজপত্রও দেখাতে পারেননি। তাই গাড়িটি জব্দ করা হয়েছে। সব কিছু যাচাই-বাছাই শেষে এ ব্যাপারে মামলা দায়ের হবে বলেও জানান রাজস্ব কর্মকর্তা। এর মালিক গাজিউর রহমান দীর্ঘদিন লন্ডনে ছিলেন।


আইনপ্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিতে তিনি স্থানীয় কৃষক আজগর আলীর গোয়ালঘরে গাড়িটি লুকিয়ে রাখেন।


জানা গেছে, গাজিউর রহমান প্রায় এক মাস আগে একটি মামলায় জেলা জজ আদালত থেকে জামিন নেন। এ সময় তার পাসপোর্ট আদালতে জমা রাখা হয়। এ ছাড়া মৌলভীবাজারে তার প্রতিষ্ঠিত একটি ফিলিং স্টেশনের ব্যবসার লভ্যাংশ না দেয়ার অভিযোগ দুদকসহ বিভিন্ন দফতরে দিয়েছেন গাজীর দুই অংশীদার।


বিবার্তা/এরশাদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com