শিরোনাম
খুলনায় হত্যা মামলায় একজনের যাবজ্জীবন
প্রকাশ : ২৬ নভেম্বর ২০১৯, ১৭:৩৭
খুলনায় হত্যা মামলায় একজনের যাবজ্জীবন
খুলনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

খুলনার ডুমুরিয়ায় শাহিন বন্দ হত্যা মামলায় জলিল সানা নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে খুলনা জেলা ও দায়রা জজ মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি জলিল সানা আদালতে উপস্থিত ছিলেন।


মামলার বিবরণে জানা যায়, ডুমুরিয়ার বিলপাবলা এলাকায় শাহিন বন্দের মাছের ঘেরে কাজ করতেন জলিল সানা। ৩০০ টাকার জন্য দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে জলিলকে কয়েকটি থাপ্পড় মারেন শাহিন। এর প্রতিশোধ নিতে ২০১১ সালের ৬ জুন রাতে ত্রিশুল দিয়ে ঘুমন্ত শাহিনের বুকে আঘাত করেন জলিল। শাহিনের পাশে থাকা রুহুল আমিন এ সময় জেগে উঠলে শাহিন তাকে বিষয়টি জানান। রুহুলের চিৎকারে লোকজন ছুটে এসে শাহিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে তার মৃত্যু হয়। ডুমুরিয়া থানার তৎকালীন পরির্দশক তদন্ত শেষে ওই বছরের ১৬ নভেম্বর অভিযোগ পত্র দাখিল করেন।


বিবার্তা/তুরান/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com