শিরোনাম
কুষ্টিয়ায় মানব পাচার মামলায় ৫জনের কারাদন্ড
প্রকাশ : ২৫ নভেম্বর ২০১৯, ২১:০৩
কুষ্টিয়ায় মানব পাচার মামলায় ৫জনের কারাদন্ড
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ায় মানব পাচার মামলায় এক নারীসহ ৫জনের যাবজ্জীবন কারাদন্ড ও জরিমানা করেছেন আদালত। সোমবার (২৫নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মো: মশিয়ার রহমান এ রায় ঘোষনা করেন।


দণ্ডপ্রাপ্তরা হলেন- কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল গ্রামের আকমল হোসেনের ছেলে সালাম ওরফে ডাগু ও তার সহোদর কানু শেখ, মৃত সাজাহান ফকিরের ছেলে কুরবান আলী ফকির ও কুরবান আলীর স্ত্রী মিনুরা খাতুন এবং কুরবান আলী ফকিরের ছেলে মিজান।


সরকারী কৌশলী এ্যাডভোকেট সাইফুল ইসলাম বাপ্পী জানান, ২০১৬ সালের ৯ সেপ্টেম্বর আসামীরা যোগসাজস করে পাচারের উদ্দেশ্যে সোনাডাঙ্গা গ্রামের শফি শেখের ছেলে আজিজুল হককে মালয়েশিয়া পাঠানো কথা বলে নেপালে পাঠিয়ে দেয়। সেখানে কিছুদিন আটক থাকা অবস্থায় আজিজুল হককে দিয়ে বাড়িতে ফোন করে ৫ লক্ষ টাকা দাবি করে পাচারকারীরা। দাবিকৃত টাকা পরিশোধ করলেও পরে আজিজুল হকের আর কোন সন্ধান পায়নি স্বজনরা। এ ঘটনায় ১০অক্টোবর আজিজুল হকের পিতা আদালতে নালিশী মামলা করেন। এমামলায় স্বাক্ষ্য শুনানী শেষে আসামীদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমানিত হওয়ায় এ রায় দিয়েছেন আদালত।


বিবার্তা/শরীফুল/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com