শিরোনাম
খুলনা নৌ অঞ্চলে সশস্ত্র বাহিনী দিবস পালিত
প্রকাশ : ২১ নভেম্বর ২০১৯, ১৯:৫৮
খুলনা নৌ অঞ্চলে সশস্ত্র বাহিনী দিবস পালিত
খুলনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

খুলনায় সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে খুলনা নেভাল এরিয়ার রিয়ার এডমিরাল এম মুসা খুলনার রূপসার ফেরি ঘাট এলাকায় শহিদ বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ও শহিদ বীরবিক্রম মহিবুল্লাহর মাজার জিয়ারত ও পুষ্পমাল্য অর্পণ করেন।


এর আগে খুলনা নৌ অঞ্চলের মসজিদসমূহে বাদ ফজর স্বাধীনতা যুদ্ধে শাহাদৎ বরণকারী বীর মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত ও দেশের শান্তি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


এছাড়া বিএন স্কুল এন্ড কলেজ খুলনা ও মোংলা নেভি এ্যাংকরেজ খুলনা এবং শিশু নিকেতন স্কুল (খুলনা ও মোংলা) এ সশস্ত্র বাহিনী দিবস সম্পর্কে আলোচনা, কুইজ, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।


দিবসটি উপলক্ষে বানৌজা কর্ণফুলী বিআইডব্লিউটিএ ঘাট বরিশাল, বানৌজা পদ্মা, রকেট ঘাট খুলনা এবং বানৌজা তুরাগ দিগরাজ নেভল বার্থ/মোংলায় বেলা দুইটা থেকে সূর্যাস্ত পর্যন্ত সকলের পরিদর্শনের জন্য উম্মুক্ত রাখা হয়। এসময় নৌবাহিনীর জাহাজগুলো পরিদর্শনের জন্য ব্যাপক জনসমাগম হয়।


অপরদিকে বিকালে খুলনাস্থ খালিশপুরে বানৌজা তিতুমীর ঘাঁটিতে খুলনা ও বরিশাল বিভাগের মুক্তিযোদ্ধা, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ও তাদের পারিবারের সম্মানে সংবর্ধনার আয়োজন করা হয়।


সংবর্ধনা অনুষ্ঠানে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার, সেনা ও নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাগণ ছাড়াও খুলনা ও বরিশাল বিভাগের বীর মুক্তিযোদ্ধা, অবসারপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/তুরান/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com